নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: মঙ্গলবার ৯,জুলাই :: একদিকে চলছে ফুটপাতে উচ্ছেদ অভিযান ,আর একদিকে চলছে ফুটপাতেই অবৈধ নির্মান রাস্তার উপরেই।এমনি ছবি ধরা পড়লো বর্ধমান শহরের ৩ নম্বর ওয়ার্ড সুভাষ পল্লী এলাকায়।যদিও এই বিষয়ে ওই এলাকার স্থানীয় ব্যাবসায়ীরা এই বিষয়ে কোনো মুখ খুলতে চাননি।
এদিকে ওই এলাকার তৃনমূল নেতা আব্দুল রব জানান এই বিষয়ে পৌরসভার কাছে অভিযোগ জমা পড়েছে,পৌর চেয়ারম্যান নোটিশ জারি করেছিলো কাজ বন্ধ রাখার জন্য,।তারপরেও আমরা দেখছি কাজ বন্ধ হয়নি ঢালাইও হয়ে গেছে।এবার পৌরসভার দায়িত্ব পৌরসভা তো বন্ধ করার নোটিশ জারি করেছিলো ।
তারপরেও যখন তখন পৌরসভা দায়িত্ব নিয়ে দেখবে কার নির্দেশে,কি কারনে হয়েছে,এর পুঙ্খানুপুঙ্খ সমস্ত বিচার করার দায়িত্বতো পৌরসভার, চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান যারা দায়িত্বে আছে বোর্ড কাউন্সিলার আছেন তারা সব সিদ্ধান্ত নেবেন।
আমার ধারনা সারা পশ্চিমবাংলায় মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে সরকারি জমি দখলের বিরুদ্ধে কথা বলেছেন, অন্য জায়গায় যেভাবে উদ্ধার করা হচ্ছে সরকারি জমি,বর্ধমানের উদ্ধার হবে। যে বা যারা এই কাজ করেছে আমার বিশ্বাস প্রশাসন দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিশ্চয়ই প্রশাসন করবে।