একদিনের টানা বৃষ্টিতে বন্ধ রামপুরহাট সুপার স্পেশালিটি হসপিটালের এক্স রে বিভাগ ও সিটি স্ক্যান রুম ।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: রামপুরহাট :: বৃহস্পতিবার ৩১,জুলাই :: টানা একদিনের বৃষ্টিতে কার্যত জলমগ্ন হয়ে পড়েছে রামপুরহাট সুপার স্পেশালিটি হাসপাতাল।

জল ঢুকে পড়েছে হাসপাতালের বিভিন্ন বিভাগে, যার জেরে এক্সরে বিভাগ ও সিটি স্ক্যান পরিষেবা আপাতত বন্ধ রাখা হয়েছে। এর ফলে চরম দুর্ভোগের মুখে পড়েছেন রোগী ও তাঁদের আত্মীয় পরিজনেরা।স্থানীয় সূত্রে জানা গেছে, এ ঘটনা প্রথমবার নয়। এক বা দুইদিন টানা বৃষ্টি হলেই জল জমে যায় রামপুরহাট সুপার স্পেশালিটি হাসপাতাল চত্বরে। রাস্তাঘাট থেকে শুরু করে গুরুত্বপূর্ণ চিকিৎসা বিভাগ—সবই জলমগ্ন হয়ে পড়ে।

বিশেষ করে এক্সরে ও সিটি স্ক্যান রুমে বারবার জল ঢুকে যাওয়ার ঘটনা ঘটছে, যার ফলে পরিষেবা বন্ধ করে দিতে হচ্ছে।

অনেক সময় দেখা যায়, এক্সরে এবং সিটি স্ক্যান রুমের বাইরে একটি পোস্টার ঝুলছে, যেখানে স্পষ্ট লেখা থাকে—“জল ঢোকার কারণে সেবা বন্ধ।” ফলে জরুরি প্রয়োজনে রোগীদের বাধ্য হয়ে বাইরের বেসরকারি ক্লিনিকে গিয়ে অধিক মূল্য দিয়ে এক্সরে বা সিটি স্ক্যান করাতে হচ্ছে।

রোগীদের প্রশ্ন—প্রতিবারই কেন একই ঘটনা ঘটে কেন বারবার জল ঢোকার সমস্যা সমাধানে স্থায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে না

এখন নজর রয়েছে একটাই বিষয়ে—কবে স্থায়ীভাবে জল ঢোকা বন্ধ হবে এবং কবে পুরোপুরি সচল হবে এক্সরে ও সিটি স্ক্যান পরিষেবা? এই প্রশ্নের উত্তর খুঁজছেন রামপুরহাটবাসী, রোগীর আত্মীয়রা এবং সাধারণ মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × 2 =