একদিবসীয় কৃষক প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত ফাঁসিদেওয়ায়।

সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: মঙ্গলবার ১৫,জুলাই :: আজ গোয়াবাড়ি হিন্দি প্রাইমারি স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হল একদিবসীয় কৃষক প্রশিক্ষণ শিবির, যা আয়োজিত হয় ফাঁসিদেওয়া ব্লকের ব্লক কৃষি উপদেষ্টা কমিটির উদ্যোগে। এই শিবিরে কৃষকদের বিভিন্ন সমস্যার উপর আলোচনা করা হয় এবং সমাধানের দিকনির্দেশ দেওয়া হয়।

চাষাবাদ করতে গিয়ে কৃষকরা যে সব সমস্যার সম্মুখীন হচ্ছেন—যেমন জলসংকট, সঠিক বীজ ও সার বাছাই, ফসল নষ্ট হওয়া বা বাজারে ন্যায্য দাম না পাওয়া—সেই সব বিষয়ে আজ বিষয় যে আলোচনা করা হয়।

কৃষকদের বক্তব্য সরাসরি শোনা হয় এবং তাদের সমস্যাগুলোর প্রতিকার কীভাবে করা যায়, সেই বিষয়েও গঠনমূলক আলোচনা চলে।

বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয় বাংলা কৃষি স্বচ্ছ বীমা যোজনার উপরে। কৃষকদের জানানো হয় যে, প্রাকৃতিক দুর্যোগে ফসল নষ্ট হলে বীমা থাকলে তারা কীভাবে সরকার অনুমোদিত সংস্থাগুলোর থেকে ক্ষতিপূরণ পেতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × four =