সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: নিউজ ডেস্ক :: রবিবার ৩,ডিসেম্বর :: আজ ক্ষুদিরাম বসুর জন্মদিন। জন্মদিবসে এই বীর বিপ্লবীর প্রতি শ্রদ্ধাঞ্জলি। দেশের জন্য তিনি যে আত্মবলিদান দিয়েছেন সেই বীর গাথা আজও আমাদের বুকে গেঁথে রয়েছে।কিশোর ক্ষুদিরাম বসুর ফাঁসি হওয়ার দিনে বয়স ছিল ১৮ বছর ৭ মাস এবং ১১ দিন।

রংপুরে জন্ম নেয়া প্রফুল্ল চাকি গ্রেপ্তারের আগেই আত্মহত্যা করেন। ক্ষুদিরাম গ্রেপ্তার হন, আদালত কিশোর ক্ষুদিরামকে ফাঁসির হুকুম দেওয়া হয়।
ঐতিহাসিকরা লিখেছেন, ফাঁসির সাজা ঘোষণা শুনে বীর কিশোর ক্ষুদিরাম হেসেছিলেন, ফাঁসির সময়ে তাকে যখন মুখোশ পরানো হয় সেই সময়েও তার মুখে ছিলো সেই সাহসের সেই হাসি।তাঁর ফাঁসির পর ব্রিটিশ পত্রিকা “এম্পায়ার” প্রকাশিত প্রতিবেদনের একটি লাইন লেখা ছিল নিথর মৃতদেহ কিন্তু, মুখের হাসি -সেই হাসি।
