নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কালনা :: বৃহস্পতিবার ৩,এপ্রিল :: দলের আদি সভাপতির রূপে আদি কার্যকর্তা শমীক ভট্টাচার্যকেই চাই, একমাত্র শমীক ভট্টাচার্য সভাপতি হলে তৃণমূলের বিরুদ্ধে লড়াই জোরদার হবে, পূর্ব বর্ধমান জেলার কালনার পুরনো বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় এমনই পোস্টারে ছয়লাপ, সৌজন্যে বিজেপি বাঁচাও মঞ্চ।
এমনই পোস্টার পড়েছে কালনার পুরাতন বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় বিভিন্ন জায়গায়, এ নিয়ে তৃণমূল বিজেপি একে অপরকে দোষারোপ করেছে । বিজেপি নগর সভাপতি সৌরভ রায় সমস্ত দোষ চাপিয়েছেন তৃণমূলের ঘাড়ে।
তারাই এমন করেছেন বলে এদিন দাবী করেছেন তিনি। আর কে সভাপতি হবেন না হবেন সেটি বড় নেতাদের ব্যাপার, বিজেপি বাঁচাও মঞ্চ বলে আমাদের কেউ নেই আর এর সাথে বিজেপিরের সাথে কোন যোগ নেই বলেই মন্তব্য করেছেন তিনি।
এ প্রসঙ্গে কালনার বিধায়ক দেবপ্রসাদ বাগ তিনি কটাক্ষ ছুড়ে দিয়েছেন বিজেপির গোষ্ঠী কোন্দল এর দিকে, কে সভাপতি হবে না হবে এ নিয়ে তৃণমূলের কোনো মাথাব্যথা নেই। ওরা নিজেদের গোষ্ঠী কোন্দল ঠিক করুন ।