নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বালুরঘাট :: সোমবার ৯,সেপ্টেম্বর :: একমাসেও বিচার হয়নি আরজিকরের ডাক্তারি পড়ুয়ার ধর্ষণ ও খুনের ঘটনার! প্রতিবাদে রাস্তায় নেমে আন্দোলন বামেদের। সোমবার বিকেলে এই ঘটনাকে ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ সুপার অফিসের সামনে।
চলে বিক্ষোভকারীদের সাথে পুলিশের ধস্তাধস্তি। ঘটনায় চশমার কাচ ভেঙে রক্ত ঝড়ে বালুরঘাট থানার আইসির। যদিও পরে পুলিশি হস্তক্ষেপে স্বাভাবিক হয়েছে পরিস্থিতি। আগষ্ট পেরিয়ে সেপ্টেম্বর গড়ালেও আর জি কর মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনার বিচার হয়নি।
যার ন্যায় বিচার সহ মোট সাতদফা দাবিতে এদিন বালুরঘাট শহরজুড়ে এক প্রতিবাদ মিছিল বের করে বামফ্রন্ট নেতৃত্বরা। যে মিছিলটি শহরের স্টেট বাসস্ট্যান্ড এলাকা থেকে শুরু হয়ে গোটা শহর পরিক্রমা করে জেলা পুলিশ সুপারের দপ্তরের সামনে হাজির হয়। যেখানে ব্যারিকেড দিয়ে থাকা পুলিশ কর্মীদেরকে দেখে উত্তেজিত হয়ে ওঠে বিক্ষোভকারীরা।
চলে দীর্ঘক্ষন ধরে বাম নেতা কর্মীদের সাথে পুলিশের ধস্তাধস্তি। লাথি মেরে পুলিশের ব্যারিকেডও ভেঙে ফেলে বিক্ষোভকারীরা। বিক্ষোভকারীদের সাথে যে ধস্তাধস্তির ঘটনায় চশমার কাচ ভেঙে গিয়ে রক্তাক্ত হন বালুরঘাট থানার আইসি শান্তিনাথ পাজা। যদিও এরপরে পুলিশ ও বাম নেতৃত্বদের হস্তক্ষেপে স্বাভাবিক হয় পরিস্থিতি।