সজল দাসগুপ্ত :: সংবাদ প্রবাহ :: ময়নাগুড়ি :: মঙ্গলবার ২৫,জুলাই :: একসঙ্গে গাড়িতে রাখা এগারোটি স্মার্ট ফোন চুরির অভিযোগ উঠল জলপাইগুড়ি জল্পেশ মন্দিরে আসা পূর্ণাথীদের। ঘটনায় হতবার সকলে।
পুলিশের দ্বারস্থ হয়েছেন পূর্ণার্থীরা। রবিবার রাত থেকে ময়নাগুড়ির জল্পেশে ভক্তদের আসা শুরু হয়। জলপাইগুড়ির বিভিন্ন জায়গা থেকে এগারোজনের একটি দল জল্পেশের উদ্দেশে রওনা দিয়েছিলেন ছোট গাড়ি করে।
তিস্তা সেতুর সামনে গাড়ি রেখে সেখানে পুজো ও নদীতে স্নান করতে যায় পূনার্থীরা। নিজেদের মোবাইল গাড়ির ভিতরে লক করে রেখে যায় বলে দাবি। কিছুক্ষণ বাদে চালক সহ পূর্নাথীরা ফিরে এসে দেখেন গাড়ির লক ভাঙা। ভিতরে রাখা এগারোটি মোবাইল নেই।
এত মানুষজন ও পুলিশের নিরাপত্তা সত্তেও কিভাবে মোবাইল চুরির ঘটনা ঘটল তা নিয়ে উঠছে প্রশ্ন। পূর্ণার্থীদের নিরাপত্তা বলে কি কিছু নেই এমনটাই অভিযোগ করলে পুর্নার্থীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় জলপাইগুড়ি যুব তৃণমূলের সাধারণ সম্পাদক অজয় সাহা।
তিনি বলেন, “পুণ্যস্থানে গিয়ে এই ধরণের ঘটনার শিকার হলে সকলেই হতবাক হবেন। এক সঙ্গে এগারোটি মোবাইল চুরির ঘটনা হয়ত আগে হয়নি। আশাকরি পুলিশ তদন্ত নেমে মোবাইল খোঁজ বের করবে।” এক পুনার্থী রাকেশ ঘোষ বলেন,”তিস্তা সেতুতে স্নান করে পুজোর জন্য নেমেছিলাম। এসে দেখি মোবাইল নেই কারও। সবার স্মার্ট ফোন ছিল।”
যদিও এ ব্যাপারে ময়নাগুড়ি পুলিশ সূত্রে জানা যায় যে গাড়িটিতে মোবাইল গুলি ছিল সেই গাড়িটি সঠিক পার্কিং এলাকায় ছিল না।