নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: স্বরুপনগর :: বুধবার ২৩,অক্টোবর :: স্বরুপনগরে ইছামতি নদী ঠিকমতো সংস্কার না হওয়ার জন্য প্রতি বছর একটু বৃষ্টি হলেই বন্যা দেখা যায় বিস্তিন্ন এলাকায়। একাকার মানুষের অভিযোগ পাঁচ বছর ধরে সাংসদ থাকলেও এলাকায় কোন কাজ করেননি তিনি। শুধুমাত্র লোক দেখানোর জন্য লোকসভা ভোটের আগে নামমাত্র ইছামতী নদী সংস্কারের কাজ করেছিল বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুর।
ইছামতী নদী ঠিকমতো সংস্কার না হওয়ার দরুন এই দূর্ভোগ। এই পরিস্থিতিতে বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে এলাকায় ঢুকলে কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী তথা বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুরকে ঘিরে বিক্ষোভ এলাকার মানুষের।