একাধিক ক্লিনিকে হানা দিল শিলিগুড়ি স্বাস্থ্য দপ্তর।

সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: বৃহস্পতিবার ১৭,জুলাই :: একাধিক ক্লিনিকে হানা দিল স্বাস্থ্য দপ্তর। স্বাস্থ্য দপ্তরের বৈধ কাগজ পত্র, লাইসেন্স দেখাতে না পারায় একাধিক বেআইনি ক্লিনিককে নোটিশ ধরানো হয়েছে।

আগামী ১ মাসের মধ্যে প্রয়োজনীয় কাগজ তৈরি না করলে ঐ ক্লিনিক সিল করে দেওয়া হবে বলে আজ স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে।এদিন শিলিগুড়ির পাকুরতলা মোড় থেকে শুরু করা হয় অভিযান। পরবর্তীতে অভিযান চালানো হয়, সেবক রোড, চম্পাসারি, প্রধাননগর, মেডিকেল সহ বিভিন্ন এলাকায়। স্বাস্থ্য দপ্তরের সূত্র মারফত জানা গেছে, শিলিগুড়ি শহরে কমবেশি এমন প্রচুর অবৈধ ক্লিনিক রয়েছে।

দীর্ঘদিন ধরে একাধিক অভিযোগ জমা পড়েছে স্বাস্থ্য দপ্তরে।অবশেষে দার্জিলিংজেলা মুখ্যস্বাস্থ্য আধিকারিকের নির্দেশে অভিযান শুরু করল জেলা স্বাস্থ্যদপ্তর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 − 2 =