একাধিক গুরুত্বপূর্ণ দাবি আদায়ের লক্ষ্যে ডিআরএম আধিকারিকদের সাথে সাক্ষাৎ বালিচক স্টেশন উন্নয়ন কমিটির।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বালিচক :: শুক্রবার ২০,অক্টোবর :: পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের অন্যতম রেল স্টেশন বালিচককে সৌন্দর্যায়ন ও উন্নতমানের পরিষেবা প্রদানের জন্য শুক্রবার বালিচক স্টেশন উন্নয়ন কমিটির পক্ষ থেকে কয়েকজনের একটি প্রতিনিধি দল রেলের বিভিন্ন আধিকারিকের সঙ্গে সাক্ষাৎ করলেন।

বালিচক স্টেশনের ফ্লাইওভার সংক্রান্ত বিষয় সহ বিকল্প রাস্তা তৈরীর সঙ্গে সঙ্গে ফ্লাইওভার নির্মাণের জন্য বাকি থাকা তিনটি পিলারের কাজ যাতে দ্রুত সম্পন্ন হয় তার জন্য ডেপুটি ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ার (কন্সট্রাকশন), খড়্গপুর, পঙ্কজ কিস্কুর সঙ্গে সাক্ষাৎ করে বালিচক রেল ক্রসিং-এর উত্তর দিকের ওভার হেডের তার সরানোর দাবি জানানো হয়। জোরালো দাবির ভিত্তিতে পঙ্কজ বাবু জানিয়েছেন, নভেম্বর মাসের প্রথম সপ্তাহের মধ্যে এই কাজ সম্পন্ন করে দেওয়া হবে।

উন্নয়ন কমিটির প্রতিনিধি দল সাক্ষাৎ করেন সিনিয়র ডিইএন ওয়েস্ট অনিল কুমার গুপ্তার সঙ্গে। দাবি তুলে ধরার ভিত্তিতে তিনি কথা দিয়েছেন নতুন ফুট ওভারব্রিজ নির্মাণে: বালিচকে নতুন একটি প্রশস্ত ফুট ওভার ব্রিজ নির্মাণের টেন্ডার প্রক্রিয়া কিছুদিনের মধ্যে সম্পন্ন হবে। ফুটওভার ব্রিজ চওড়া হবে ৬ মিটার।

কমিটির দাবির ভিত্তিতে তিনি জানিয়েছেন, ভবিষ্যতে ফুট ওভারব্রিজ প্লাটফর্মের বাইরে দুদিকে এক্সটেনশন করার প্রভিশন রাখা হবে। পরবর্তী প্রক্রিয়াতে তা করা যাবে। বালিচক এলাকার ছাত্রছাত্রী, সাধারণ মানুষের রেললাইন পারাপারের জন্য রাম্পের দাবি জোর দিয়ে তুলে ধরলে তিনি কথা দিয়েছেন দুদিকে রেম্প তৈরি করে দেওয়া হবে।

পাশাপাশি,বন্যা নিয়ন্ত্রণে বালিচক পাওয়ার স্টেশনের উত্তর দিকের ড্রেনটিকে চওড়া করে কংক্রিটের দেওয়াল দেওয়ার ব্যবস্থা করা হবে এবং পাওয়ার স্টেশনের কাছে ছোট কালভার্ট সংস্কার করে বড় করা হবে।একটি চিলড্রেন পার্কের সংস্কারের জন্য আইও ডব্লিউকে দায়িত্ব দিয়েছেন তিনি।

বালিচক রেলস্টেশন থেকে পশ্চিমে শিব মন্দির পর্যন্ত রাস্তাটিকে চওড়া করে সংস্কার করার কাজ পরবর্তী সময়ে করা হবে।এবং বাসস্ট্যান্ডের বিষয়ে পদ্ধতিগত বিষয় নিয়ে পরবর্তী ক্ষেত্রে পদক্ষেপ গ্রহণ করা হবে। এ ব্যাপারে উন্নয়ন কমিটি আলাদা ভাবে কর্মসূচি গ্রহণ করবে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 + 17 =