নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দাসপাড়া :: রবিবার ১১,মে :: দাসপাড়ার গ্রাম পঞ্চায়েত এলাকার ঠুনঠুনিয়া,গোয়াবাড়ি সহ একাধিক জায়গায় হঠাৎ ঘূর্ণি ঝরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বেশ কয়েকটি ঘর ভেঙ্গেছে। অনেক জায়গাতেই কিছু গাছপালা ভেঙে পড়েছে।স্থানীয়দের সূত্রে জানা গিয়েছে, এদিন বিকাল চারটা নাগাদ হঠাৎ করে ঝড়ো হাওয়া শুরু হয়। কয়েক মিনিট মধ্যে এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।রবিবার ছুটির দিন পঞ্চায়েত থেকে ত্রাণ সামগ্রী দেওয়া সম্ভব না হলেও গ্রাম পঞ্চায়েত সূত্রে বিষয়টি ব্লক প্রশাসনের নজরে আনা হবে বলে জানানো হচ্ছে।