সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: ডায়মন্ডহারবার :: বুধবার ১৯,ফেব্রুয়ারি :: ডায়মন্ড হারবার ক্রিমিনাল আদালতে নেই পর্যাপ্ত পরিমাণে বিচারক নেই কোন পকসো আদালত। ডায়মন্ড হারবার আদালতে দীর্ঘদিন ধরে সংস্কার হয়নি
এমনই বেশ কয়েকটি দাবি নিয়ে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দিল ডায়মন্ড হারবার ক্রিমিনাল কোর্টের বার অ্যাসোসিয়েশনের আইনজীবীরা।
বুধবার দুপুরে বার অ্যাসোসিয়েশনের বৈঠকের এমনই সিদ্ধান্ত নিল ডায়মন্ডহারবার ক্রিমিনাল কোর্টের আইনজীবীরা। এর ফলে সমস্যার মধ্যে পড়েছে ডায়মন্ড হারবার ক্রিমিনাল কোর্টে আসা বিচার প্রার্থীদের পরিবার।
ডায়মন্ড হারবার ক্রিমিনাল বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়েছে দীর্ঘদিন ধরে ডায়মন্ডহারবার আদালতে দুজন এ সিজেএম নেই।
স্পেশাল পকসো আদালত নেই সংস্কার হয়নি আদালত। বারবার জেলা বিচারককে জানিও কোনরকম সূরাহা হয়নি বাধ্য হয়ে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির পথ বেছে নিল আইনজীবীরা।