একাধিক দাবীতে বামনহাট রেল দাবী সমিতির তরফে ডেপুটেশন বামনহাট ষ্টেশন মাস্টারের কাছে

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বামনহাট :: সোমবার ৬,মে :: বামনহাট রেল স্টেশনের পরিকাঠামোর উন্নয়ন ও রেলের কোচ সংখ্যা বৃদ্ধির দাবি জানিয়ে বামনহাট রেল স্টেশনে ডেপুটেশন দিল দিনহাটা রেলযাত্রী অ্যাসোসিয়েশন ও বামনহাট রেল দাবী সমিতি । আজ বামনহাট রেল স্টেশনে পৌঁছায় দিনহাটা রেলযাত্রী অ্যাসোসিয়েশন ও বামনহাট রেল দাবী সমিতির সদস্যরা।

বামনহাট ষ্টেশন মাষ্টারের মাধ্যমে আলিপুরদুয়ার ডিভিশন রেলওয়ে ম্যানেজারের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন তারা। সেই স্মারক লিপিতে আট দফা দাবি জানানো হয়েছে। দাবিগুলি ছিল, বামনহাট-শিয়ালদহ উত্তরবঙ্গ এক্সপ্রেসের ১টি স্লিপার এবং ১টি জেনারেল কোচ বৃদ্ধি, শিলিগুড়ি -দিনহাটা, শিলিগুড়ি -বামনহাট ডিএমইউ পুনরায় চালু ।

বামনহাট রেল স্টেশনের ২ ও ৩ নং প্ল্যাটফর্ম সম্প্রসারণ , বামনহাট থেকে নিউ কোচবিহার রেলের বৈদ্যুতিকরণ দ্রুত শেষ করা সহ একাধিক দাবি জানানো হয় আজকের ডেপুটেশনে। এদিনের এই ডেপুটশনে উপস্থিত ছিলেন , দিনহাটা রেলযাত্রী অ্যাসোসিয়েশনের কনভেনর প্রফেসর ড. রাজা ঘোষ, জয় গোপাল ভৌমিক, বামনহাট রেল স্টেশন দাবি সমিতির শুভঙ্কর ভাদুরি সহ অন্যান্য সদস্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 − nine =