সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: সাগর :: রবিবার ১৭,নভেম্বর :: পূর্ব মেদিনীপুর , বর্ধমানের পর দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন স্কুলেও দেখা গেল ট্যাব দুর্নীতি। সমস্ত কাগজপত্র জমা দেওয়ার পরেও তাদের অ্যাকাউন্টের টাকা চলে গিয়েছে অন্য কোন একাউন্টে । যাকে কেন্দ্র করে এখন দুশ্চিন্তার মধ্যে স্কুল কর্তৃপক্ষ থেকে ছাত্র-ছাত্রীরা।
দক্ষিণ ২৪ পরগনার সাগর, কুলপি , ফলতা, মগরাহাট পূর্ব সহ বিভিন্ন এলাকার স্কুলগুলিতে দেখা গেল এই ভাবেই একাধিক ছাত্র-ছাত্রী একাউন্টের টাকা চলে গেছে অন্য একাউন্টে।
দক্ষিণ ২৪ পরগনার গঙ্গাসাগরের মহেন্দ্রগঞ্জ হাইস্কুলে ৩১ জন ছাত্রের টাকা চলে গেছে অন্য অ্যাকাউন্টে রং ক্রেডিট হয়েছে যার ফলেই এই বিষয় নিয়ে ওই স্কুলের প্রধান শিক্ষকের পক্ষ থেকে সাগর থানায় এই বিষয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। তার ভিত্তিতে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ।
তবে ইতিমধ্যেই দক্ষিণ ২৪ পরগনার ডিআই নজরুল হক সিপাই বিষয়টি নিয়ে জেলা শাসকের সাথে কথা হয়েছে বলেও জানান। এখন প্রশ্নচিহ্নের মুখে ছাত্রদের ট্যাবের টাকা। আদৌ কি এই টাকা গুলি আর তারা ফেরত পাবে।