নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দুর্গাপুর :: বুধবার ১৬,জুলাই :: একুশে জুলাই এর সমর্থনে লেখা ফ্লেক্স ছিঁড়ে দেওয়ার অভিযোগ। নরেন্দ্র মোদি আসছেন দুর্গাপুরে সেই উল্লাসেই তৃণমূলের ফ্লেক্স ছিড়ে দিয়েছে বিজেপি কর্মীরা অভিযোগ তৃণমূলের। ভিত্তিহীন অভিযোগ পালটা দাবি বিজেপির।একুশে জুলাইয়ের সমর্থনে টাঙানো তৃণমূলের ফ্লেক্স ছিঁড়ে দিলো দুষ্কৃতীরা। ঘটনাকে ঘিরে উত্তেজনা দুর্গাপুরের এবিএল টাউনশীপ সংলগ্ন এলাকায়। এই খবর জানাজানি হতেই স্থানীয় প্রাক্তন তৃণমূল কাউন্সিলার দীপেন মাঝির নেতৃত্বে তৃণমূল কর্মী সমর্থকরা স্লোগান শুরু করে দেয়।
অভিযোগ দুর্গাপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসছেন, আর এই উল্লাসে বিজেপি কর্মীরাই এই কাজ করেছে অভিযোগ প্রাক্তন তৃণমূল কাউন্সিলার দীপেন মাজি সহ তৃণমূল কর্মীরা।অভিযোগ ভিত্তিহীন পাল্টা দাবি বিজেপি জেলা নেতৃত্বের। গোটা ঘটনাকে ঘিরে টানটান উত্তেজনা দুর্গাপুরে।
নিউটাউনশীপ থানায় লিখিত অভিযোগ করছে তৃণমূল নেতৃত্বে,তাদের দাবি ঘটনাস্থলের সামনেই সিসি টিভি ক্যামেরা রয়েছে, পুলিশ এই ক্যামেরা দেখে অভিযুক্তদের খোঁজ করুক।