নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: মঙ্গলবার ১,এপ্রিল :: একের পর এক চুরি, ফের চুরি মালদার ইংরেজবাজারে । গতকাল গভীর রাতে ফাঁকা ঘরে ঢুকে লুটপাট চালালো দুষ্কৃতীরা, প্রায় দু লক্ষ টাকার সোনা ও টাকা নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা।
জানা যায় কাজিগ্রাম পঞ্চায়েতের নিত্যানন্দপুর এলাকায় বাবুলাল ঘোষের বাড়িতে নিচ তলার ঘরে রাতে পরিবার নিয়ে ঘুমিয়ে ছিলেন। উপরের ঘরে কেউ ছিলনা।
সেই সময় ফাঁকা ঘরের সুযোগ বুঝে ঘরে ঢুকে লকার ভেঙে সোনা টাকা নিয়ে চম্পট দেই দুষ্কৃতীরা। এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে ইংলিশবাজার থানার পুলিশ।