নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: শান্তিনিকেতন :: শান্তিনিকেতন সংলগ্ন সোনাঝুরি পল্লীতে একের পর এক জমি জবর দখলের অভিযোগ উঠল বেশকিছু ব্যবসায়ীর বিরুদ্ধে। সোনাঝুরি লাগোয়া একাধিক হোটেলে গুলি অবৈধ নির্মাণ এর কাজ কারবার চলছে বলে অভিযোগ স্থানীয় আদিবাসীদের। একের পর এক জমি জবর দখল হয়ে যাচ্ছে, এদিন তারই প্রতিবাদে নামল আদিবাসীরা।
উল্লেখ্য শান্তিনিকেতন সোনাঝুরি পল্লীতে একের পর এক ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠে, বেআইনি রিসোর্ট। যাদের না আছে বৈধ কাগজপত্র, না আছে সরাই লাইসেন্স।আদিবাসীদের দাবি অবৈধ কাজ কর্মের জন্য তাদের চাষের জমি নষ্ট হচ্ছে। এই হোটেল ব্যবসায়ীদের নোংরা আবর্জনা ফেলাতে চাষের জমি ক্ষতিগ্রস্ত।
সোনাঝুরি- খোয়াই লাগোয়া যেসব সরকারি নথিভূক্ত জমি রয়েছে সেই জমি দখল হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এদিন জমি রক্ষা করতে, অবৈধ নির্মাণ বন্ধ করতে প্রতিবাদে নেমেছেন স্থানীয়রা।