নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কৃষ্ণনগর :: বৃহস্পতিবার ২,জানুয়ারি :: এক আইনজীবীকে লক্ষ্য করে গুলি করার অভিযোগ উঠল এক দুষ্কৃতীদের বিরুদ্ধে। এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে কৃষ্ণনগর কোতোয়ালি থানার পানি নালা এলাকায়।
পুলিশ সূত্রে জানা গেছে, কৃষ্ণনগর কোর্টের আইনজীবী সুমন ঘোষ নিজের বাড়ির জমিতে জরিপ করার সময় প্রতিবেশী এক যুবক তাকে লক্ষ্য করে গুলি চালায়।
সুমন ঘোষ নামে ঐ আইনজীবী প্রাণে বাঁচার জন্য ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়। গোটা ঘটনাটি কৃষ্ণনগর কোতোয়ালি থানায় লিখিত অভিযোগের ভিত্তিতে জানালে পুলিশ একজনকে গ্রেফতার করেছে।
ধৃতের নাম বিশ্বজিৎ ঘোষ আজ তাকে কৃষ্ণনগর জেলার দায়ের আদালতে তোলা হয়। তার কাছ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে বলেও পুলিশ সূত্রে খবর।
ইতিমধ্যেই ধৃতকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করবে বলে জানা গেছে। তবে জমি সংক্রান্ত বিবাদের জেরে ই আইনজীবীকে প্রাণে মেরে ফেলার চেষ্টা করছিল বলে দাবি করেছেন আইনজীবী সুমন ঘোষ। যদিও গোটা ঘটনাটির তদন্ত শুরু করেছে কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ।