নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ডালখোলা :: মঙ্গলবার ৩১,ডিসেম্বর :: ডালখোলা থানার অধীন এক ভাঙারির দোকানে রাজ্য সরকারের ‘সবুজ সাথী’ প্রকল্পের সাইকেল উদ্ধার হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ছাত্রছাত্রীদের বিদ্যালয়ে যাতায়াত সহজ করতে দেওয়া এই সাইকেল গুলোর দোকানে উপস্থিতি ঘিরে উঠছে নানা প্রশ্ন।
ডালখোলা থানার পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে। তবে এখনো পর্যন্ত কাউকে আটক করা হয়নি। পুলিশ জানিয়েছে, এই সাইকেলগুলো কীভাবে ছাত্রছাত্রীদের হাত থেকে দোকানে পৌঁছালো তা খতিয়ে দেখা হচ্ছে।