নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: শনিবার ১৩,জুলাই :: এক কিশোরকে অমানবিকভাবে শিকল বন্দি করে রেখেছে নিজের বাবা-মা, এমনই দৃশ্য ধরা পরল পুরাতন মালদা পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের মঙ্গলবাড়ী সামুন্ডাই কলোনি এলাকায় । শিকল বন্দি মানসিক ভারসাম্যহীন কিশোরের নাম সুজিত মন্ডল (১৫), বাবা উজ্জ্বল মন্ডল এবং মা মাম্পি দেবী।
বাবা সামান্য লরিচালক৷ মা গৃহবধূ৷ এদিকে ছেলে জন্ম থেকে মানসিক ভারসাম্যহীন৷ তার ভয়ে তটস্থ গোটা পাড়া৷ এমনকি বাবা-মাও৷ ছেলের ভয়ে একমাত্র মেয়েকেও বাড়িতে রাখতে পারেন না তাঁরা৷ ছাড়া পেলেই ছেলে গোটা পাড়া দাপিয়ে বেড়ায়৷ কাউকে ইট ছুড়ে মারে অথবা ধাক্কা দিয়ে ফেলে দেয়৷ তার জন্য পাড়ার লোকজনের মার খেতে হয়েছে ছেলের সাথে মাকেও৷
তাই ছেলেকে শিকল দিয়ে বেঁধে রেখেছেন বাবা-মা৷ আইনের চোখে যা অপরাধ হলেও বাবা-মায়ের কিছু করার নেই৷ তাঁদের এই সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন এলাকার তৃণমূল কাউন্সিলরও৷ বাবা-মায়ের সঙ্গে কাউন্সিলরও চান, ছেলের চিকিৎসার জন্য এগিয়ে আসুক সরকার৷
নইলে ছেলেকে তিনিই মেরে ফেলবেন বলে জানাচ্ছেন মা৷ অন্যদিকে মালদা কেন্দ্রের বিজেপির বিধায়ক গোপাল সাহা এ বিষয়ে জানান, বিষয়টি আমার জানা ছিল না তবে আমি এই বিষয়ে সমাজ কল্যাণ দপ্তর আধিকারীকের সঙ্গে কথা বলব, তার যেন চিকিৎসার ব্যবস্থা করা হয়।