নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দুর্গাপুর :: রবিবার ১৫,সেপ্টেম্বর :: অণ্ডাল থানার পিওর জামবাদ এলাকায় এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু ঘটনায় পুলিস দু’জন’কে গ্রেপ্তার করে রবিবার দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করে। তাদের শনিবার রাতে বনবহাল ফাঁড়ি এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিস।ধৃত মৃতার স্বামী’র নাম সৌমিত্র দে ও ধৃত ভাসুরের নাম সৌমেন দে।
রবিবার আনুমানিক দুপুর দুটোয় আদালতের বিচারক ধৃত স্বামীকে ১৪ দিনের জেল হেফাজত ও ভাসুরকে ৫ দিনের পুলিসি হেফাজতের নির্দেশ দেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে,
গত এপ্রিল মাসে বাঁকুড়ার মাচান তলার বাসিন্দা সঙ্গীতা দাস (২৪) এর বিয়ে হয়েছিল পিওর জামবাদ এলাকার বাসিন্দা সৌমিত্র দের সাথে। বিয়ের পর থেকেই সঙ্গীতা দেবির ওপর শারীরিক ও মানসিক অত্যাচার করতো শ্বশুরবাড়ি লোকজন বলে অভিযোগ।
শনিবার সকালে বন্ধ ঘর থেকে সঙ্গীতা দেবীর গলায় ফাঁস লাগানো ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে পুলিস। সঙ্গীতা দেবীর বাপের বাড়ির লোকজনের অভিযোগে তাঁকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে। পুলিস অভিযোগের ভিত্তিতে স্বামী সহ ভাসুরকে গ্রেপ্তার করে। ভাসুরকে হেফাজতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস।