এক ছাত্রীর সঙ্গে অভব্য আচরণের অভিযোগ উঠলো বাঁকুড়ার কোতুলপুর থানা এলাকার একটি প্রাথমিক শিক্ষকের বিরুদ্ধে।

নিজস্ব সংবাদদাতা :: বাঁকুড়া :: সংবাদ প্রবাহ :: এক ছাত্রীর সঙ্গে অভব্য আচরণের অভিযোগ উঠলো বাঁকুড়ার কোতুলপুর থানা এলাকার একটি প্রাথমিক শিক্ষকের বিরুদ্ধে। অভিযুক্তের নাম মুরুলী মোহন মণ্ডল। বুধবার গ্রামের মানুষ ও অভিভাবকরা ঐ শিক্ষককে আটকে রেখে বেধড়ক মারধোর করে। পরে বিষ্ণুপুরের এস.ডি.পি.ও কুতুবউদ্দিন খানের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে উদ্ধার করেন। বর্তমানে ঐ শিক্ষক কোতুলপুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।গ্রামবাসীদের সূত্রে খবর, গ্রীষ্মাবকাশের মধ্যেই মঙ্গলবার ঐ শিক্ষক মিড ডে মিলের খাবার বিলি করতে স্কুলে আসেন। সমস্ত ছাত্র ছাত্রীকে ছেড়ে দিলেও তৃতীয় শ্রেণীর এক ছাত্রীকে তিনি আটকে রাখেন। এমনকি তার সঙ্গে অভব্য আচরণ করার পাশাপাশি ‘প্রেম করার’ প্রস্তাব দেন বলেও অভিযোগ। বুধবার ফের ঐ শিক্ষক স্কুলে গেলে সম্মিলীত গ্রামবাসীরা আটকে রেখে বেধড়ক মারধোর করেন। এমনকি তার মোটরবাইকটিও ভাঙ্গচুর করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ অভিযুক্ত শিক্ষককে উদ্ধার করে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 + 3 =