সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: কুলতলী :: শনিবার ১০,আগস্ট :: বাজার করে বাড়ি ফেরার পথে মনে হল একটি টিকিট কেটে নিয়ে বাড়ি যাই। কিন্তু রাতারাতির মধ্যে সেই টিকিটের খুলে দেবে ভাগ্য , তা স্বপ্নেও কল্পনা করতে পারেনি কুলতলির দেউল বাড়ির বাসিন্দা রাজকুমার সর্দার।
শুক্রবার রাতে কুলতলির বাসিন্দা রাজকুমার জামতলা বাস স্ট্যান্ড এলাকায় বাজার করে বাড়ি ফেরার পথে দেবপ্রসাদ হালদার নামে একটি টিকিট বিক্রেতার কাছ থেকে ২০০ টাকার লটারির টিকিট কিনে বাড়ি আসে। এরপর শনিবার সকালে যখন সেই টিকিটের ফলাফল মোবাইলে দেখে তখন চক্ষু চড়ক গাছ হয়ে যায় রাজকুমারের। দেখে এক রাতের মধ্যে সে কোটিপতি হয়ে গিয়েছে।
কিন্তু এই খবর চাউর হতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় । রাজকুমার নিজের নিরাপত্তা জনিত কারণে কুলতলী থানার দ্বারস্থ হয়। কুলতলী থানার পুলিশ রাজকুমারের আবেদনের সাড়া দিয়ে তাকে নিরাপত্তা দিতে কুলতলী থানাতে নিয়ে আসে । অন্যদিকে যে টিকিট বিক্রেতা টিকিট টি বিক্রি করেছে সেই টিকিট বিক্রেতার কাছে সকাল থেকে ক্রেতাদের ভিড় উড়ছে পড়েছে।
নিরাপত্তার কারণ নিয়ে আমি কুলতলী থানাতে আবেদন করি । সেই আবেদনে সাড়া দিয়েছে পুলিশ। আমাকে তাদের সঙ্গে যেতে বলে এবং যতক্ষণ পর্যন্ত আমি আমার প্রাপ্য টাকা না পাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমার নিরাপত্তার কারণে থানায় থাকতে নির্দেশ দেওয়া হয়েছে । বর্তমানে কুলতলী থানার পুলিশ কার্যত নিরাপত্তা বলয়ের মধ্যে রাজকুমারকে রেখেছে।