নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কোলাঘাট :: সোমবার ১৮,সেপ্টেম্বর :: এক দিকে শিল্প দেবতা বিশ্বকর্মা দেবের পুজো অপরদিকে গণেশ পূজো, এই দুটো পুজোকে সামনে রেখে এবছর ফুলের দাম উর্ধ্বমুখী । ফলে একদিকে যেমন সমস্যা হচ্ছে ক্রেতাদের । অন্যদিকে হিমশিম খেতে হচ্ছে বিক্রেতা থেকে শুরু করে চাষীদের ।
পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটের ফুলের বাজার রাজ্যবাসীর কাছে অজানা নয় । রাত থাকতেই কোলাঘাট এলাকায় বসে বিশাল ফুলের বাজার । জেলার পাশাপাশি পার্শ্ববর্তী জেলা থেকে বহু মানুষ থেকে শুরু করে বহু ব্যবসায়ী সেখান থেকেই ফুল সংগ্রহ করে ব্যবসার তাগিদে । তবে এই দুই পুজোকে সামনে রেখে এই বছর ফুলের দাম ঊর্ধ্বমুখী ।
কারণ আবহাওয়ার খামখেয়ালীর জেরে ফুলের দাম এই বছর ঊর্ধ্বমুখী । অসময়ে বৃষ্টি এবং অতিরিক্ত গরমের কারণে বহু গাছ নষ্ট হয়ে যাওয়ায় এই বছর ফুলের দাম এত বেশি । ফলে একদিকে সমস্যায় যেমন পড়েছে ক্রেতারা অপরদিকে সমস্যায় পড়েছে বিক্রেতারা ।