নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বীরভুম :: রবিবার ১১,ফেব্রুয়ারি :: এক পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত বীরভূমের ময়ূরেশ্বরে ছড়িয়েছে চাঞ্চল্য। আর এই পথ দুর্ঘটনার কেন্দ্রস্থল খোদ বীরভূম জেলার ময়ূরেশ্বর থানার অন্তর্গত উচপুর।সূত্রের খবরে জানা গিয়েছে,এই দুর্ঘটনাকে কেন্দ্র করে পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে এই পথ দুর্ঘটনাটি ঘটে বীরভূম জেলার উচপুরে।এই দুর্ঘটনার জেরে এক বাইক চালক ঘটনাস্থলেই মারা যান। ময়ূরেশ্বর থানার অন্তর্গত দাদপুরে বাড়ি সেই বাইক চালকের । এই বিষয়ে স্থানীয়রা জানিয়েছেন,এক ডাম্পারের সাথে ওই বাইক আরোহীর ধাক্কা লেগে এই পথ দুর্ঘটনায় যুবকের মৃত্যু হয়েছে।
তবে বীরভূমের এই পথ দূর্ঘটনার খবর কোনও নতুন ঘটনা নয়।আগে পরেও এর দৃষ্টান্ত দেখেছে মানুষ।সাধারণ মানুষের অবশ্যই আরোও সচেতন হওয়া প্রয়োজন। প্রসঙ্গত উল্লেখ্য, মঙ্গলবার সকালে রানিগঞ্জ-মোড়গ্রাম ১৪ নম্বর জাতীয় সড়কে বীরভূমের রামপুরহাটের মুনসুবা মোড়ের কাছে ম্যাটাডরের সঙ্গে মোটরচালিত ভ্যানের ধাক্কায় চার মহিলার মৃত্যু হয়। আহত হন আরও ১১ জন। পথ নিরাপত্তা সম্পর্কে সাধারণমানুষকে সচেতন করা সত্ত্বেও পর পর দুর্ঘটনা নিয়ে চিন্তায় প্রশাসন।