নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: গোবরডাঙ্গা :: বুধবার ১০,জানুয়ারি :: এক পায়ে সাইকেল চালিয়ে অযোধ্যার রাম মন্দিরে উদ্দেশ্যে রওনা দিলেন গোবরডাঙ্গার সৌমিক ও তার বন্ধু।
২২ জানুয়ারি মূর্তি স্থাপন হবে অযোধ্যার রামলার আর তার আগেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ছুটে যাচ্ছেন অযোধ্যায়। সেই একই ছবি দেখা গেল উত্তর ২৪ পরগনা জেলার গোবরডাঙ্গা ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সৌমিক গোলদার ও তার বন্ধু রাকেশ মন্ডল দুজনেই সাইকেল চালিয়ে অযোধ্যার উদ্দেশ্যে রওনা দেন মঙ্গলবার। মঙ্গলবার সকালে গোবরডাঙ্গা রাম মন্দিরে পুজো দিয়ে যাত্রাপথ শুরু করেন ।
সৌমিকের বিগত বছরের জটিল রোগের কারণে একটি পা বাদ যায় তারপরেও এক পায়ে সাইকেল চালিয়ে এক হাজার কিলোমিটার পাড়ি দেবেন সৌমিক। রামের প্রতি অশেষ ভক্তি সেই কারণেই মনকে শক্ত করে এক পায়ে সাইকেল চালিয়ে অযোধ্যার উদ্দেশ্যে রওনা। এমনটাই জানান।