নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: রায়গঞ্জ :: রবিবার ১০,নভেম্বর :: আজ থেকে ৯৮ সাল পূর্বে অবিভক্ত দিনাজপুর জেলার রায়গঞ্জে স্বর্গীয় পন্ডিত গোপাল চন্দ্র মন্ডল প্রবর্তন করেছিলেন এই গোষ্ঠ লীলা উৎসবের। উৎসব গোপাষ্টমিতে শুরু হয়ে শেষ হয় রাস পূর্ণিমায়।
এই গোষ্ট লীলা উৎসবে কৃষ্ণ বলরাম জিউর বিগ্রহ নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা, পূজা পাঠ, পদাবলী কীর্তন, ভক্তিমূলক গানের অনুষ্ঠান সহ খন পালা, যাত্রা পালা পরিবেশিত হয়ে থাকে। এই দিন সকালে রাখালরাজা ও তার সখা সখীর সাজ সজ্জায় অলংকৃত হয়ে শোভাযাত্রায় অংশ নিয়েছিল কয়েকশো শিশু কিশোর-কিশোরী।
স্থানীয় সাংস্কৃতিক কলাকুশলীদের পাশাপাশি স্থান পেয়েছিল পুরুলিয়ার ছৌ নৃত্য। এবারের আসরে পদাবলী কীর্তন করতে আসছেন বেতার ও দূরদর্শন খ্যাত অসিতবরণ দাস এবং নদীয়ার বিখ্যাত অবিনাশ দাস মহন্ত। শতবর্ষ প্রাচীন বন্দর যুবনাট্য সম্প্রদায় মঞ্চস্থ করবে যাত্রাপালা নীচু তলার মানুষ, অভিনীত হবে খন পালা ভক্তের দ্বারে ভিখারি শ্রীকৃষ্ণ