নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: জামালপুর :: মঙ্গলবার ২৯,এপ্রিল :: এক বৃদ্ধর অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য। পূর্ব বর্ধমান জেলার জামালপুর থানার অন্তর্গত জৌগ্রাম এলাকায়। গলায় ফাঁস লাগানো অবস্থায় এক বৃদ্ধের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ায় মঙ্গলবার। ওই বৃদ্ধের নাম সনজিত বসু মল্লিক।
আজ সকালে দেহ উদ্ধার করে জামালপুর হাসপাতালে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন । জামালপুর থানার পুলিশ দেহ উদ্ধার করে নিয়ে গিয়ে ময়না তদন্তে পাঠাবে বলে পুলিশ জানিয়েছে |
তবে কি কারনে ওই বৃদ্ধ গলায় ফাঁস লাগিয়েছেন তা এখনও স্পষ্ট নয়। গোটা ঘটনা তদন্ত করছে জামালপুর থানার পুলিশ। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।