নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: বুধবার ২১,জুন :: এক ব্যক্তির খুনের ঘটনার অভিযোগকে ঘিরে রণক্ষেত্রর চেহারা নেয় নকশালবাড়ি ব্লকের হাতিঘিসা এলাকা। সূত্রের খবর মিলেছে এশিয়ান হাইওয়েতে টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করা হয়, এছাড়া বিক্ষোভ প্রদর্শন করেন স্থানীয়রা।
ঘটনার পর ঘটনাস্থলে পৌঁছায় শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুন ঘোষ ও বিশাল পুলিশ বাহিনী। এই বিষয়ে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে রেল লাইনের ধার থেকে উদ্ধার করা হয় সুধীর নাগাশিয়া নামে এক ব্যক্তির ক্ষতবিক্ষত মৃতদেহ। অভিযোগ রয়েছে, গাড়ি পার্কিং করার বিষয় নিয়ে সামান্য বচসার জেরে দুষ্কৃতিরা খুন করে ওই ব্যক্তিকে।
তারপর এদিন বুধবার সকাল থেকেই দোষীদের শাস্তির দাবি তুলে হাতিঘিসায় এশিয়ান হাইওয়ে অবরোধ ও বিক্ষোভ দেখাতে শুরু করে স্থানীয় এলাকার বাসিন্দারা। যার কারণে ব্যাপক যানজটের সৃষ্টি হয়।
হাতে তীর ধনুক নিয়ে এছাড়া রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করতে সামিল হয় এলাকাবাসীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী। ঘটনাস্থলে পৌঁছানোর পর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।