নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কাঁকসা :: সোমবার ২৭,নভেম্বর :: এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার কে ঘিরে চাঞ্চল্য সরালো কাঁকসার প্রয়াগপুর এলাকায়। মৃত ব্যক্তির নাম সঞ্জয় পরামানিক। ৪৫ বছর বয়সি সঞ্জয় পরামান দিনমজুরের কাজ করতেন। রবিবার বিকালে বাড়ির ভেতরে তার ঝুলন্ত দেহ দেখতে পেয়ে পরিবারের সদস্যরা কাঁকসা থানার পুলিশকে খবর দেয় ।
