নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কাঁকসা :: সোমবার ২৭,নভেম্বর :: এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার কে ঘিরে চাঞ্চল্য সরালো কাঁকসার প্রয়াগপুর এলাকায়। মৃত ব্যক্তির নাম সঞ্জয় পরামানিক। ৪৫ বছর বয়সি সঞ্জয় পরামান দিনমজুরের কাজ করতেন। রবিবার বিকালে বাড়ির ভেতরে তার ঝুলন্ত দেহ দেখতে পেয়ে পরিবারের সদস্যরা কাঁকসা থানার পুলিশকে খবর দেয় ।
কাঁকসা থানার পুলিশ দেহ উদ্ধার করে পানাগড় ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে,স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। সোমবার দুপুর একটা নাগাদ মৃতদেহ ময়না তদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালের মর্গে পাঠানো হয়।। কি কারনে মৃত্যু তা সঠিক কারণ জানা যায়নি। ঘটনার তদন্তে নেমেছে কাঁকসা থানার পুলিশ।
