নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মায়াপুর :: এক ব্যক্তির দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হল নদীয়ার মন্দির নগরী মায়াপুরে। মৃত ব্যক্তির নাম ভগিরথ ঘোষ,বয়স আনুমানিক ৫০ বছর। বাড়ি নবদ্বীপ থানার মায়াপুর শ্রীনাথপুর এলাকায়।
জানা যায়, শুক্রবার ভোরে খবর পেয়ে মায়াপুর ফাঁড়ির পুলিশ শ্রীনাথপুরের একটি কালভার্টের নিচে থেকে অচৈতন্য অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করে মায়াপুর গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকের মৃত বলে ঘোষণা করেন।
অতিরিক্ত মদ্যপানের কারণেই মৃত্যু হয়েছে ভগিরথ ঘোষের বলে প্রাথমিক ধারণা মৃতের পরিবার ও পুলিশের। শুক্রবার সকালে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য নবদ্বীপ থানায় নিয়ে যায় পুলিশ। ময়নাতদন্তে পাঠানোর পাশাপাশি সম্পূর্ণ ঘটনাটির তদন্ত শুরু করেছে নবদ্বীপ থানার পুলিশ।