এক মঞ্চে তৃনমূলের নেতা ও কাউন্সিলরের সাথে নির্দল কাউন্সিলর ঘিরে জল্পনা সোনামুখীতে

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বাঁকুড়া :: সোনামুখী পুরসভায় সংখ্যা গরিষ্ঠ আসন পেয়েছে তৃনমূল। ১৫ টি ওয়ার্ডের মধ্যে ৯ টি ওয়ার্ড পেয়েছে তৃনমূল। বুধবার সোনামুখী পুরসভায় শপথ গ্রহনে তৃনমূলের ৯ নির্বাচিত প্রতিনিধির সাথে শপথ নিয়েছেন ১৫ নং ওয়ার্ডের নির্বাচিত নির্দল প্রতিনিধি শুভ্রা রায়। চেয়ারম্যান নির্বাচিত হওয়ার সময় তিনি সমর্থনও করেছেন।

তবে এদিন শপথ গ্রহনে বাকি ৫ অনান্য দলের নির্বাচিত প্রতিনিধিরা উপস্থিত ছিলেন না। কিন্তু জল্পনা তৈরি হয়েছে ১৫ নং ওয়ার্ডের নির্বাচিত নির্দল প্রতিনিধি কে ঘিরে। শপথ গ্রহন অনুষ্ঠানের পরে পুরসভা চত্বরে তৃনমূলের অনুষ্ঠানসূচির মঞ্চে দেখা গেল নির্দল কাউন্সিলর শুভ্রা রায় কে। এক মঞ্চে তৃনমূলের জেলা শীর্ষ নেতৃত্ব ও তৃনমূলের কাউন্সিলরদের সাথে দেখা গেল শুভ্রা রায় কে।প্রকাশ্যে তৃনমূলের অনুষ্ঠানে নির্দল কাউন্সিলরের উপস্থিতি কে ঘিরে শুরু হল জোর জল্পনা। তাহলে কি শুভ্রা রায় নির্দল থেকে তৃনমূলে ফিরে এলেন? যদিও এই প্রসঙ্গে মুখ খোলেন নি শুভ্রা রায়। তৃনমূল জেলা সভাপতি অলোক মুখার্জী জানিয়েছেন, চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান নির্বাচত হওয়ার সময় উনি ভোট দিয়েছেন।

মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন সামিল হতে উনি মঞ্চে এসেছিলেন এবং মানুষকে জানিয়েছেন। এই বিষয়ে রাজ্য নেতৃত্ব কে জানানো হবে। রাজ্য নেতৃত্ব সিদ্ধান্ত নেবে তৃনমূলে যোগদানের বিষয়ে। ভোটের আগেই নির্দল নিয়ে কড়া পদক্ষেপ নিয়েছিল তৃনমূল। নির্দলদের কোনভাবেই দলে নেওয়া যাবে না।

এই ঘোষনার পর শুভ্রা রায়ের তৃনমূলে ফিরে আসা কি সম্ভব প্রশ্ন থেকেই গেল। এখন দেখার ১৫ নং ওয়ার্ডের নির্দল কাউন্সিলর শুভ্রা রায় কে তৃনমূল জায়গা দেয় কিনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eleven + 10 =