নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বসিরহাট :: বৃহস্পতিবার ১০,এপ্রিল :: এক মহিলাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ তদন্তে পুলিশ। উত্তর ২৪ পরগনার বসিরহাটে মহকুমার হাসনাবাদের থানা এলাকার ঘটনা | পিফা থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ। ধর্ষণের অভিযোগ জমা পড়ল হাসনাবাদ থানায়।
সূত্রের খবর বছর সাতাশের এক মহিলা বাড়ি বসিরহাটের পিফা এলাকায়। কাজের সূত্রে হাসনাবাদে গিয়েছিল। এরপর তাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে বলে এমনটাই অভিযোগ।
এরপর হাসনাবাদ থানায় লিখিত অভিযোগ জমা করলে ঘটনা তদন্ত শুরু করেছে হাসনাবাদ থানার পুলিশ। ওই মহিলার তারা পূর্ব পরিচিত বলে প্রাথমিক অনুমান ।