সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: মগরাহাট :: বুধবার ২০,আগস্ট :: মেয়েকে নিয়ে টিউশন পড়িয়ে বাড়ি ফেরার পথে মহিলাকে ধর্ষণের চেষ্টা করে এক ব্যক্তি। এই ঘটনা তদন্তে নেমে ডায়মন্ডহারবার পুলিশ জেলার পুলিশ হরিয়ানা থেকে ওই অভিযুক্তকে গ্রেফতার করে।
এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট থানার অন্তর্গত আমড়াতলা এলাকায়। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আমড়াতলা এলাকার এক মহিলা মেয়েকে টিউশন পড়িয়ে বাড়ি ফেরার পথে অন্ধকার রাস্তায় ওই মহিলার ওপর হঠাৎ হামলা চালায় অভিযুক্ত ব্যক্তি।ওই মহিলা ছুটে পালিয়ে চিৎকার করায় এলাকাবাসীরা ছুটে আসার কারণে অভিযুক্ত ঘটনাস্থল থেকে পালায়। এরপর ওই মহিলা মগরাহাট থানাতে সম্পূর্ণ বিষয়টি লিখিত অভিযোগ দায়ের করে ।
সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে মগরাহাট থানার পুলিশ। অভিযুক্তকে ধরার জন্য তৈরি করা হয় একটি পুলিশের দল।
অভিযুক্ত ব্যক্তি এই ঘটনার পর এলাকা থেকে গা ঢাকা দিয়ে ভিন রাজ্যে পাড়ি দেয়। এরপর পুলিশ হরিয়ানা থেকে অভিযুক্ত ওই ব্যক্তিকে গ্রেফতার করে। অভিযুক্ত ওই ব্যক্তির নাম সাইফুল মোল্লা । বাড়ি বিষ্ণুপুর থানা এলাকায়।
ডায়মন্ডহারবার পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মিতুন কুমার দে জানান, মগরাহাট থানার অন্তর্গত আমড়াতলা এলাকায় এক মহিলার ওপর ধর্ষণের চেষ্টা চালায় অভিযুক্ত এই ব্যক্তি।
মহিলার মেয়ে এবং মহিলার চিৎকারে এলাকাবাসীরা চলে আসার কারণে অভিযুক্ত পালিয়ে যায়। এরপর আমরা তদন্ত শুরু করি এবং হরিয়ানা থেকে অভিযুক্তকে গ্রেফতার করা হয়