নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: মঙ্গলবার ১৮,ফেব্রুয়ারি :: মালদার গাজোল ব্লকের মাঝড়া অঞ্চলের এক যুবক ফাস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন।জানা গিয়েছে ওই যুবকের নাম দালাল মুর্মু,বয়স ৩৮ বছর।বাড়ি গাজোল ব্লকের মাঝড়া অঞ্চলের চান্দাহার গ্রাম এলাকায়।পেশায় কৃষক।
ওই যুবকের আত্মীয় বলেন গাজোলের ভালুক ডাঙ্গা শ্মশানে একটি গাছের সঙ্গে গামছা দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা চেষ্টা করেন ওই সময় স্থানীয় লোকজনরা দেখতে পেলে ওই যুবক প্রাণে বেঁচে যায়।এরপর ও যুবককে গাজোল স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসেন।আত্মীয়রা জানিয়েছেন ওই যুবক ভারসাম্যহীন ব্যক্তি বলে জানা গেছে।