এক রাতেই তৃণমূলের ২ পঞ্চায়েত সদস‍্য ও এক সংখ্যালঘু সেলের সভাপতি সহ মোট তিন জনের বাড়িতে দুষ্কৃতী হামলা।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: সরুপনগর :: শুক্রবার ৩,জানুয়ারী :: এক রাতেই তৃণমূলের ২ পঞ্চায়েত সদস‍্য ও এক সংখ্যালঘু সেলের সভাপতি সহ মোট তিন জনের বাড়িতে দুষ্কৃতী হামলা। মারধোর , ভাঙচুর , লক্ষাধিক টাকা ছিনতাই , শ্রীলতাহানি , এমনকি তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ করার হুমকি সরুপনগর এর “বালতি নিত্যানন্দকাটি” পঞ্চায়েতের বালতি গ্রামের   ঘটনা ।

অভিযোগ_তৃণমূলের পঞ্চায়েত মেম্বার জেসমিনা মন্ডল ও মিজানুর রহমান মোল্লা এবং সংখ্যালঘু সেলের সভাপতি কোভিদ হোসেন মন্ডল এর বাড়িতে গতকাল রাতে কিছু দুষ্কৃতী হামলা করে।

তারা এই তিনটি বাড়িতে ভাঙচুর করে আলমারি ভেঙে লক্ষাধিক টাকা নিয়ে যায় , বাড়ির যুবতী মেয়েকে শ্রীলতা হানি করে হার ছিনতাই করে নিয়ে যায় , বাড়িঘর ভাঙচুর করে এমনকি মেয়েদের তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ করার হুমকি দেয়। অভিযোগ তৃণমূলের অপরগোষ্ঠীর বিরুদ্ধে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 − 5 =