সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: জয়নগর :: মঙ্গলবার ২৫,জুলাই :: জয়নগর স্টেশন মোড়ে এক বয়স্ক মহিলার গহনা লুট করার এক সপ্তাহের মধ্যে লুট হওয়া গহনা উদ্ধার করলো জয়নগর থানার পুলিশ।গত সোমবার জয়নগর স্টেশন মোড়ে মন্দিরবাজারের মুলদিয়ার বাড়ি থেকে কুলতলির জামতলায় মেয়ের বাড়িতে যাবার উদ্দেশে এক বয়স্ক মহিলা ট্রেকার ধরার জন্য জয়নগর স্টেশন মোড়ে আসে।
ট্রেকার স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকার সময় তাঁর সাথে অপরিচিত এক ব্যক্তি প্রথমে আলাপ করে।তাঁর সাথে নানা রকমের গল্প করে। এবং তাকে নিজের কাছে থাকা একটি টাকার বান্ডিল দিয়ে বলে তুমি এগুলো রাখো আর তোমার কাছে থাকা গহনা গুলো ও এই পুটুলিতে রাখো নহলে রাস্তায় বিপদে পড়তে পারো।
আর তাঁর কথায় বিশ্বাস করে ঐ মহিলা তার গহনা গুলো ঐ অপরিচিত ব্যক্তির দেওয়া পুটলিতে রাখে এবং তাঁর পরেই ঐ ব্যক্তি ঐ গহনার পুটলি নিয়ে পালিয়ে যায়।ঐ বয়স্ক মহিলার কাছে টাকা বলে কিছু কাগজের টুকরোর বান্ডিল রেখে যায় সে। নিজের গহনা হারিয়ে অবশেষে ঐ মহিলা জয়নগর থানার দ্বারস্থ হয় সোমবার রাতে এবং ঐ অপরিচিত ব্যক্তির নামে অভিযোগ দায়ের করেন।
অভিযোগ পাওয়ার পরে জয়নগর থানার আই সি রাকেশ চ্যাটার্জীর নির্দেশে এস আই সায়ন ভট্টাচার্য তদন্তে নেমে জয়নগর স্টেশন মোড়ের সিসিটিভির ফুটেজ দেখে ও নিজস্ব সোর্স মারফত সন্ধান লাগিয়ে মন্দিরবাজারের মোড় থেকে মঙ্গলবার রাতে সারুখ সেখ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে জয়নগর থানায় নিয়ে আসে।
ধৃতের বাড়ি মথুরাপুর থানার ঘোড়াদল এলাকায়।সে মন্দিরবাজার থানার কাশিপুর এলাকায় শশুর বাড়িতে থাকে।ধৃতকে গত বুধবার জয়নগর থানা বারুইপুর মহকুমা আদালতে পাঠানো হলে মহামান্য বিচারক ৬ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। এর পরে ধৃতকে নিজেদের হেফাজতে নিয়ে গহনা গুলো উদ্ধার করে জয়নগর থানার তদন্তকারী পুলিশ।
মঙ্গলবার জয়নগর থানায় দাঁড়িয়ে ঐ বয়স্ক মহিলার নাতি ওই দিনের ঘটনা তুলে ধরেন এবং গহনা ফিরে পেয়ে জয়নগর থানার পুলিশকে ধন্যবাদ জানান।আর সাধারণ মানুষকে সচেতন ও সজাগ থাকার বার্তা দেন তিনি।