নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বাঁকুড়া :: এক হস্তি শাবকের মৃতদেহ উদ্ধার ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ালো বাঁকুড়া উত্তর বন বিভাগের বড়জোড়া রেঞ্জ এলাকায়। বুধবার ঐ রেঞ্জের গোঁসাইপুর এলাকায় হস্তিশাবকের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান উচ্চ পদস্থ বনাধিকারিক ও বন কর্মীরা।
স্থানীয় সূত্রে খবর, ঐ এলাকায় এই মুহূর্তে কয়েকটি শাবক সহ ৪২ টি হাতির একটি দল রয়েছে। তাদের মধ্যেই এদিন একটি হস্তিশাবকের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। মা হাতিটি দীর্ঘক্ষণ শাবকের মৃতদেহ ঘিরে রাখে।
পরে কোনভাবে তাকে সরিয়ে হস্তিশাবকটির মৃতদেহ উদ্ধার করে বেলিয়াতোড় ফরেস্ট অফিসে নিয়ে যাওয়া যায়। সেখানেই ময়নাতদন্ত হবে বলে জানা গেছে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছেন রাজ্যের মূখ্য বনপাল এস.কুণাল ডাইভাল। তিনি বলেন, প্রাথমিক তদন্তে অনুমান বৈদ্যুতিক শর্ট শার্কিটেই হস্তি শাবকটির মৃত্যু হয়েছে। ঘটনার তদন্ত চলছে। তবে মৃত্যুর সঠিক কারণ ময়নাতদন্তের পর জানা যাবে। এই মুহূর্তে ঐ এলাকার মানুষকে তিনি সতর্ক থাকার পরামর্শ তিনি দিয়েছেন।