নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: খয়রাশোল :: সোমবার ৪,আগস্ট :: শেষ যাত্রাও নিরাপদ নয়। গত ৫০ বছর ধ’রে এই অবস্থা। এমনই রাস্তার বেহাল চিত্র ধরা পড়ল বীরভূম জেলার খয়রাশোল ব্লকের কেন্দ্রগড়িয়া গ্রাম পঞ্চায়েতের অধীনে মাটিয়ালা গ্রামে। বৃষ্টি হ’লে তো দুর্ভোগ আরও বেশি।
পাকা রাস্তার অভাবে মৃতকে সমাধিস্থ করতে গেলেও জলেকাদায় প্রায় ডুবে যেতে হয় শব বাহকদের। তবু হুঁশ নেই প্রশাসনের। জলযন্ত্রণার মধ্যেই এক করুণ ছবি দেখা গেল মাটিয়ালা গ্রামে। এই গ্রামের মানুষজনের মরেও যেন শান্তি নেই।
কথায় আছে মারা গেলে শান্তি পায় মানুষ কিন্তু এই গ্রামে ঠিক তার উল্টো চিত্র দেখা গেল। মাটিয়ালা গ্রামে কেউ মারা গেলে মাটি দেওয়ার জন্য নিয়ে যেতে হয় প্রায় আড়াই কিলোমিটার দূরে কবরস্থানে।
আর এই রাস্তা যেতেই নাজেহাল হতে হয় গ্রামবাসীদের। আড়াই কিলোমিটার রাস্তায় কোন মৃতদেহ নিয়ে যেতে গেলে দুর্বিসহ অবস্থা হয় গ্রামবাসীদের। দীর্ঘদিনের তাদের দাবি এই কবরস্থান যাওয়ার রাস্তা যেন ভালো করে দেওয়া হয়। গ্রামবাসীদের আক্ষেপ যেন মরেও শান্তি নেই আমাদের। শুধুমাত্র প্রতিশ্রুতি যেন সার হয়ে দাঁড়িয়েছে।