এগরার পর আবারও বজবজে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে মৃত অন্তত তিন

সুদেষ্ণা মন্ডল  :: বজবজ :: সংবাদ প্রবাহ :: সোমবার ২২,মে :: এগরা বিস্ফোরণ কাণ্ডের রেশ কাটতে না কাটতেই এবার বজবজ থানার অন্তর্গত নন্দরামপুর দাসপাড়ায় বেআইনি বাজি কারখানার গোডাউনে ভয়াবহ বিস্ফোরণ। এখনও পর্যন্ত তিনজনের মৃত্যুর খবর পুলিশ সূত্রে জানা গিয়েছে। আহত একাধিক।
ঘটনাস্থল থেকে তিনজনকে উদ্ধার করে বজবজ ই এস আই  হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিত্‍সকরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন।

পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে বজবজ নন্দরামপুর দাসপাড়ায় জয়দেব ঘাটির বাড়ির ছাদে হঠাত্‍ই ভয়ংকর বিস্ফোরণ হয়। বিস্ফোরণের জেরে জয়দেবের স্ত্রী পম্পা ঘাটি (৪৫), পম্পার মা যমুনা দাস (৬৫) এবং পম্পার মেয়ে জয়শ্রী ঘাটি (১০) বিস্ফোরণে প্রাণ হারান।

ঘটনাস্থলে পৌঁছান ডায়মন্ড হারবারের অতিরিক্ত পুলিশ সুপার অর্ক বন্দ্যোপাধ্যায়। সব দিক খতিয়ে খতিয়ে দেখা হচ্ছে বলে তিনি জানান । খবর পেয়ে দমকলের কর্মীরা ঘটনাস্থলে এলেও রাস্তা অতিরিক্ত সরু হওয়ায় দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছানো সম্ভব হয়নি। স্থানীয়দের চেষ্টাতেই আগুন নিয়ন্ত্রণে আসে। তাই দমকল কর্মীরা শুধুমাত্র কুলিং প্রসেস ছাড়া আর কোন কিছু সেই ভাবে করতে পারেননি ।

এখন প্রশ্ন উঠছে বেআইনি কারখানায় কাজের জন্য এগরার যেভাবে বিস্ফোরণে প্রাণ হারাতে হল তারপর আবারও মহেশতলার এই মৃত্যু তার দায় কে নেবে?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

six − four =