এগরায় বিদ্যুৎপৃষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু হল এক বালকের ।

কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদহ :: মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার এগরা ১ ব্লকের আলগিরি এলাকায়। বিদ্যুৎপৃষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু হল এক বালকের । আশঙ্কাজনক অবস্থায় আরও চিকিৎসাধীন আরও তিন বালক। পুলিশ জানিয়েছে মৃত বালক চিরঞ্জিত মুর্মু (১৬)। বাকি আহতরা এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন। মৃত বালককে উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তের জন্য কাঁথি মহকুমা হাসপাতালে পাঠিয়েছে।

সূত্রের খবর, বৃহস্পতিবার সকালে বাড়ি সংলগ্ন এলাকায় অন্যান্য বালক বন্ধুর সঙ্গে খেলা করছিল চিরঞ্জিত। আচমকাই রাস্তার পাশে থাকা বিদ্যুতের লাইনে পৃষ্ট হয় চিরঞ্জিত। অন্যান্য স্থানীয় বাসিন্দারা গুরুতর জখম ৪ জনকে উদ্ধার করে এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসেন।

সেখানে চিকিৎসক একজনকে মৃত বলে ঘোষণা করেন। এগরা থানার আইসি মৌসুম চক্রবর্তী বলেন ” বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক বালকের মৃত্যু হয়েছে। ঠিক কি কারণে এমন দুর্ঘটনা তা তদন্ত করে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ten + eleven =