জেলা, তৃনমূল কংগ্রেস, পচিমবন্গ, পূর্ব মেদিনীপুর, বিনোদন, রাজ্য, স্মরণীয় যাঁরাএগরা বিধানসভার এগরা-১ ওয়ার্ডে জেলা তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ের সামনে দেশনায়কের জন্মদিন পালন করা হলো Posted on January 23, 2024January 23, 2024 by admin 23 Jan নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: এগরা :: মঙ্গলবার ২৩,জানুয়ারি :: এগরা বিধানসভার এগরা-১ ওয়ার্ডে জেলা তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ের সামনে দেশনায়কের জন্মদিন পালন করা হলো, নেতাজির আবক্ষ মূর্তিতে মাল্যদান করলেন পূর্ব মেদিনীপুর কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সম্মানীয় সভাপতি শ্রী পীযূষ কান্তি পন্ডা মহাশয় সহ স্থানীয় সম্মানীয় নেতৃত্ববৃন্দ। admin টিউশুনি পরে বাড়ি ফেরার পথে রাস্তায় দাঁড়িয়ে থাকার সময় ট্রাকের ধাক্কায় মৃত্যু হলো এক মহিলার। রাজনগরে যথাযথ মর্যাদার সাথে পালিত হলো নেতাজী জয়ন্তী