নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বাঁকুড়া :: ১৭,মে :: ‘বোমার স্তুপে’ পরিনত হয়েছে এগরা, পিংলা, খাগড়াগড় থেকে বীরভূম বিস্ফোরক দাবি করলেন বিজেপি নেত্রী, সাংসদ লকেট চ্যাটার্জী। বুধবার বাঁকুড়ার বেলিয়াতোড়ে একটি বেসরকারী লজে দলের এক সভায় যোগ দিতে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এগরা বিস্ফোরণ কাণ্ড নিয়ে এক প্রশ্নের উত্তরে তিনি ঐ কথা বলেন।
লকেট এদিন আরো অভিযোগ করেন, ‘প্রতিটি বিস্ফোরণ শেষে রাতের অন্ধকারে দেহ সরিয়ে ফেলা হয়, তারপর মূখ্যমন্ত্রী মুখ খোলেন’। এছাড়াও এগরার ঘটনায় রাজ্য সরকারের তরফে ক্ষতিপূরণ দেওয়ার বিষয়টিকেও কটাক্ষ করে তিনি। তিনি বলেন, ‘এই ঘটনায় প্রমাণ করে বোমা তৈরীর সঙ্গে যুক্ত ব্যক্তিদের উৎসাহিত করা হচ্ছে’। ওই ঘটনায় যুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি ও এএনআই তদন্তের দাবিও জানান লকেট চ্যাটার্জী।