এগরা মহকুমা হাসপাতালের প্রসূতি বিভাগের অগ্নিকাণ্ড ঘটনায় চাঞ্চল্য! হুড়োহুড়ি রোগী থেকে আত্মীয়রা

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: এগরা :: এগরা মহকুমা হাসপাতালের প্রসূতি বিভাগের অগ্নিকাণ্ডের ঘটনার চাঞ্চল্য ছড়ালো। বুধবার সকাল ১০ টা নাগাদ এগরা হাসপাতালের আগুনের ফুলকি দেখতে পায়। তারপরেই হাসপাতালের ভর্তি থাকা সমন্ত রোগী থেকে আত্মীয়দের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। ঘটনার খবর পেয়ে ছুঁটে আসে এগরা থানার পুলিশ ও দমকল। এরপর এক ঘন্টার চেষ্টার অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আনে।

জানাগেছে, বুধবার সকালে এগরা মহকুমা হাসপাতালের প্রসূতি বিভাগের আগুনের ফুলকি দেখতে পায়। অক্সিজেন সিলিন্ডার ফেটে এমনই অগ্নিকাণ্ড বলে প্রাথমিক ভাবে জানাগেছে। এই ঘটনার হুড়োহুড়ি পড়ে যায় হাসপাতালের কর্মী থেকে রোগী ও আত্মীয় পরিজনরা। দমকলের একটি ইঞ্জিন এসে এক ঘন্টার চেষ্টার আগুন নিয়ন্ত্রণে আনে।

হাসপাতালের ভর্তি শিবানী পড়য়্যা বলেন ” কিভাবে আগুন লাগালো বলতে পারবো না। খুবই আতঙ্কে হয়ে পড়েছিলাম। দমকল দ্রুত এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে “।যদিও এই ঘটনার হাসপাতালের সুপারের কোন প্রতিক্রিয়া মেলেনি। এগরা থানার আইসি মৌসম চক্রবর্তী বলেন ” এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঠিক কি কারণে এমন অগ্নিকাণ্ড তা খতিয়ে দেখা হচ্ছে “।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 − 11 =