নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: এগরা :: বৃহস্পতিবার ১৬,অক্টোবর :: এগরা মহকুমা হাসপাতালে দুমাসের এক শিশু মারা যায়। শিশুর বাবা তপন প্রধানের অভিযোগ হাসপাতাল ডাক্তার ও চিকিৎসার গাফিলতিতে শিশুর মৃত্যু হয়েছে। হাসপাতালে শিশু মৃত্যুর ঘটনায় এক পুলিশ সিকিউরিটি গার্ডকে পরিবারের লোকজন সহ কিছু ব্যাক্তি মারধর করে।
সেই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। হাসপাতালে কর্মরত পুলিশ সিকিউরিটি গার্ডকে বেধড়ক মারধরের ঘটনায় এগরা থানার পুলিশ তদন্তে ৪ জনকে গ্রেপ্তার করে। ধৃতরা হল কামরুল হোসেন,রাজশেখর মাইতি,শুভ পাইকারা,সোমনাথ দত্ত।