এটিএম এর স্ক্রু খুলছে দুই যুবক। বাইরে থেকে সাফাই কর্মীর নজর পড়তেই চোর চোর চিৎকার। সুযোগ বুঝে পালানোর চেষ্টা করতেই পুলিশের হাতে পড়লো ধরা।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দুর্গাপুর :: শুক্রবার ৩১,জানুয়ারি :: এটিএম এর স্ক্রু খুলছে দুই যুবক। বাইরে থেকে সাফাই কর্মীর নজর পড়তেই চোর চোর চিৎকার। সুযোগ বুঝে পালানোর চেষ্টা করতেই পুলিশের হাতে পড়লো ধরা। হইচই পড়ে গেল দুর্গাপুরের নিউ টাউনশিপ থানার বিধাননগর ফাঁড়ির উল্টো প্রান্তে এডিডিএ মার্কেটে।

জানা গেছে, নিউ টাউনশিপ থানার বিধান নগর ফাঁড়ির উল্টো দিকে এডিডিএ মার্কেটের একটি বেসরকারি ব্যাংকের এটিএম রয়েছে। সেই এটিএমের সামনে বাইক রেখে দুই যুবক এটিএম এর ভেতর ঢুকে। তখন নিরাপত্তা রক্ষী এটিএমের বাইরে দাঁড়িয়ে ছিল। কিন্তু এটিএম মেশিনের স্ক্রু খুলছে ওই যুবক সেই নজর পরে বাইরে থেকে সাফাই কর্মীর।

সে চোর চোর করতেই এটিএম-এ নিরাপত্তা রক্ষী তৎপরতার সাথে তাদের তাড়া করে। ততক্ষণে পুলিশ এসেও তাদের ধাওয়া করতে থাকে। এক ফুলওয়ালা সুযোগ বোঝে একজনকে জাপটে ধরে। ততক্ষণের সিসি ক্যামেরা দেখে পলাতক আর একজনকে পাশের মার্কেট থেকে এটি পাকড়াও করে পুলিশ।

তবে টাকা বের করতে পারেনি তারা। পুলিশের প্রাথমিক অনুমান, এই দুষ্কৃতীরা ভিন রাজ্যের। এই চক্রের সাথে আরো কেউ জড়িত রয়েছে কিনা সে নিয়েও জোর তল্লাশি শুরু করেছে নিউ টাউনশিপ থানার পুলিশ।

স্থানীয় ফুলওয়ালা বিশ্বজিৎ দাসের দাবি,”বিধান নগরের বুকে এই ঘটনা দেখে আমরা আতঙ্কিত। যদিও দু’জনই ধরা পড়েছে। আমিও একজনকে ধরেছি। তারপরে পুলিশের হাতে তুলে দিয়েছে। পুলিশের নজরদারি আরো বাড়ানো দরকার বলেও দাবী করছি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen − eight =