নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হাওড়া :: শুক্রবার হাওড়ার বাকসাড়াতে এক অনুষ্ঠানে এসে প্রকাশ্য মঞ্চে দাঁড়িয়ে নাম না করে রাজ্যের মন্ত্রী তথা বর্ষীয়ান রাজনীতিবিদ অরূপ রায় সম্বন্ধে বিতর্কিত মন্তব্য করেন হাওড়ার সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়। যা নিয়ে রাজনৈতিক মহলে বিতর্ক তৈরি হয়েছে।
প্রসূন বন্দ্যোপাধ্যায় প্রকাশ্য ওই সভায় বলেন, “উনি তো আমাদের পার্টির কেউই নন। কোনও সভাপতিই তো এখনো তো হয়নি। ও সারাদিনই ঘুরছে এই করছে। বাজনা বাজাচ্ছে ছেলেদের। একটু একটু করতে দিতে হয়। কোনও অসুবিধা নেই। ওসব চলবে না। সব অভিষেক করছে। আমার বাবাও করছে না। আমার মা’ও করছে না।
অভিষেক সব দাঁড়িয়ে করছে। বুঝেছে হাওড়ায় কি করতে হবে। দুটো করে লাইন চলছিল। ইয়ার্কি হচ্ছে ? এতো বুড়ো দামড়া লোক আপনি। আমারও এতো বয়স। আমরা যদি নোংরামি করি কি হবে পার্টিতে ? পার্টিতে একটা এমপি, একটা মন্ত্রী নোংরামি করবে ? এতবার করে জিতিয়ে এনেছে।
আমি যদি নোংরামি করি জুতো মারা উচিত আমাকে। ইয়ার্কি হচ্ছে ? যে পারছে একটা টিম করে নেমে পড়লো। আহা হা-হা-হা…..।” এদিকে, প্রসূনের এই মন্তব্য নিয়ে সাংবাদিকেরা মন্ত্রী অরূপ রায়কে প্রশ্ন করলে অরূপ রায় বলেন, “আমি একজন দলের শৃঙ্খলাবদ্ধ সৈনিক।
আমি দলের সঙ্গে যুক্ত কোনও ব্যক্তির সম্পর্কে প্রকাশ্যে বলা সমীচীন বলে মনে করিনা। সুতরাং এ ব্যাপারে কোনও মন্তব্য করব না। যে বিষয়ে বলা হচ্ছে একটা নির্বাচন সেটা আমি জানিই না। আমি জেলা সভাপতির কাছ থেকে খবর নেব।”