নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বোলপুর :: নিরপত্তারক্ষীর গাড়িতে চেপে রবিবার দুপুরে বোলপুর ২২ নম্বর ওয়ার্ডে নিজের ভোট কেন্দ্রে ভোট দিলেন তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। ভোট দেওয়ার পর এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে অনুব্রত বলেন, সকাল থেকেই সব জায়গাতেই শান্তিপূর্ণ ভোট হচ্ছে। কোথাও কোনো ঝামেলা অশান্তি হয়নি ।
আমি চাই সকলে নিজের ভোট নিজে দিক। বিরোধীদের অভিযোগ অস্বীকার করে এদিন অনুব্রত মণ্ডল বলেন,কেউ যদি অভিযোগ করে তার দায় তো আর আমরা নেব না। বিজেপিকে এদিন একহাত নিয়ে অনুব্রত বলেন, লোকসভা বিধানসভা তারা হইহই করেছিল কিন্তু এখন সব গুটিয়ে গিয়েছে গ্রামের মাদুর গোটানোর মতো। খেলা হবে নিয়েও এদিন অনুব্রত বলেন বিকাল পাঁচটার পর হকি খেলা হবে ।