এদিন এই দুর্ঘটনায় পূর্ব বর্ধমান জেলার গুসকরা পৌরসভার ৫ নাম্বার ওয়ার্ডের বাসিন্দা বিউটি বেগমের মৃত্যু হয়।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: মঙ্গলবার ১৮,জুন :: কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পেছনের দিকে থাকা দুটি সাধারন শ্রেণীর কামরা সহ আরো বেশ কিছু কামরা ক্ষতিগ্রস্ত হয় । এদিন এই দুর্ঘটনায় পূর্ব বর্ধমান জেলার গুসকরা পৌরসভার ৫ নাম্বার ওয়ার্ডের বাসিন্দা বিউটি বেগমের মৃত্যু হয়। এদিন গুসকরার ইটেচাঁদার বাড়িতে মৃত্যু সংবাদ এসে পৌঁছায় দুপুর নাগাদ।

সূত্রের খবর, বিউটি বেগমের স্বামী হাসমত শেখ জলপাইগুড়ি তে একটি বেসরকারি সংস্থার গাড়ির ড্রাইভারের কাজ করতেন ৬ আগে থেকেই। বিউটি স্বামীর কাছেই থাকতেন জলপাইগুড়িতে। দিন ১৫ আগে , বিউটি গুসকরার নিজ বাড়ি থেকে স্বামীর কাছে যান।

এদিন পরবের জন্য বাড়ি ফিরছিলেন, সকালে স্বামীর এক পরিচিত বিউটি বেগমকে ডাউন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে তুলে দেন বাড়ির উদ্দেশ্যে। তারপরই বাড়িতে আসে দুর্ঘটনার সংবাদ। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনা হয়েছে শুনে বিউটির স্বামী ঘটনাস্থলে পৌঁছে স্ত্রী কে সনাক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen + nineteen =