নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: শান্তিপুর :: বুধবার ৭,মে :: মাছ ধরতে গিয়ে নৌকায় আচমকা অসুস্থতা, এরপর গঙ্গার জলে পড়ে গিয়ে মৃত্যু হয় নদীয়ার শান্তিপুর থানার হরিপুর অঞ্চলের লিচুতলা মাঝিপাড়া এলাকার বাসিন্দা সন্ন্যাসী মাঝির । তার মৃতদেহ উদ্ধার হয় পূর্ব বর্ধমান জেলার কালনার মহিষমর্দিনী ঘাট সংলগ্ন এলাকা থেকে ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একদিন আগে সকালে সন্ন্যাসী মাঝি নিজের নৌকায় করে গঙ্গায় মাছ ধরতে বেরিয়েছিলেন। তার সঙ্গে ছিলেন নাবালক নাতি সম্রাট মাঝি। মাছ ধরার মাঝপথেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন সন্ন্যাসী বাবু। এরপরই ভারসাম্য হারিয়ে গঙ্গার জলে পড়ে যান তিনি।
নাতি সম্রাট মাঝি চিৎকার শুরু করলে এলাকার লোকজন ছুটে আসেন। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশ ও বিপর্যয় মোকাবিলা দফতরকে। তল্লাশি শুরু হয় গঙ্গায়। একদিন পর, এদিন ঘটনাস্থলের কিছুটা দূরে জলে ভেসে ওঠে সন্ন্যাসী মাঝির দেহ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ঘটনায় পরিবার ও এলাকাজুড়ে শোকের আবহ ।